বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাস্ক না পরায় জরিমানা আদায়

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাস্ক না পরায় জরিমানা আদায়

শাহজাদপুরে বিভিন্ন দুরপাল্লার যানবাহনে মাস্ক না পরায় পঁচিশটি যাত্রীবাহী পরিবহনে জরিমানা আদায় করলেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন।

আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট মাসুদ হোসেন বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে তিনি নিজে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ গাড়ির ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মুখে মাস্ক না থাকায় প্রায় পঁচিশটি দুরপাল্লার যাত্রীবাহী পরিবহনকে জরিমানা করেন।

এ সময় তিনি গাড়ির চালকদের বলেন, আপনাদের জরিমানা করা আমার উদ্দেশ্য নয়, করোনা মহামারিতে আপনারা রাষ্ট্রীয় নিয়ম-কানুন মেনে চলবেন এবং কোন যাত্রী যেন মাস্ক ছাড়া গাড়িতে না উঠে সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে তুলবেন না।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়ব উল্লাহ্ খান ও অফিস সহকারী আব্দুল হাই সরকার।

আলোকিত সিরাজগঞ্জ