বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে জরিমানা

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এল্কাায় অভিযান চালিয়ে ৩টি কারখানার মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব -১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও চানাচুর তৈরী দেখতে পাই ভ্রাম্যমাণ আদালত।

পরে এ অপরাধে মানিক ঘোষ, হেকমত আলী ও ফারুক নামে ৩ কারখানা মালিককে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

এদিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

সে সিরাজগঞ্জ সদর উপজেলার বিল গজারিয়া গ্রামের মৃত নছিম ব্যাপারীর ছেলে।

র‌্যাব -১২’র  কোম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৪৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইলসেট জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ