বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৫ শিক্ষককে অর্থদন্ড

উল্লাপাড়ায় কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৫ শিক্ষককে অর্থদন্ড

উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ শিক্ষককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এই দন্ড প্রদান করেন।

পুকুরপাড় দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুর রশিদ, প্রতাপ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও উল্লাপাড়া আহম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতানা রাজিয়াকে ৫ হাজার টাকা করে এবং এলংজানী দাখিল মাদ্রাসার সুপার শাহাদৎ হোসেন ও রাজমান দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান আব্দুল হাদীকে  ২ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।

এরা এই পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা গ্রহণের  দায়িত্ব পালন করছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শিক্ষকদের দন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন

আলোকিত সিরাজগঞ্জ