শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে কাপড়ের হাটে চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত

সিরাজগঞ্জে কাপড়ের হাটে চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাট মার্কেটের দোকান ও আড়তে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। অব্যাহত এ চুরির ঘটনায় ব্যবসায়ীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ পর্যন্ত কমপক্ষে ২০টি দোকান থেকে প্রায় কোটি টাকার শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন পণ্যসামগ্রী চুরি হয়েছে। এ দুঃসাহসিক চুরি ঠেকাতে শাহজাদপুর উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এ আবেদনের একদিন পর মঙ্গলবার রাতে আবারো সোরহাব আলী নামের এক ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে। বুধবার সকালে তার পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবসায়ীরা দ্বারিয়াপুর মহল্লার ইকবাল হোসেনের ছেলে কাজল হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে শাহজাদপুর কাপড় হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলমাছ আনছারী, সাধারণ সম্পাদক হায়দার আলী, শাহজাদপুর উপজেলা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মনছুর রহমান, শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাজী জুলমত হোসেন সাংবাদিকদের জানান, উক্ত শাহজাদপুর কাপড়ের হাট দেশের অন্যতম কাপড়ের হাট। এ হাটের বিভিন্ন মার্কেটে তাঁত ব্যবসায়ীদের কাপড়ের শো-রুম, দোকান, গুদাম ও আড়ৎ রয়েছে। সোমবার রাত শুধু হামিদ মার্কেটের কয়েকটি দোকানের শার্টার ভেঙে কাপড় ব্যবসায়ী শাহাদ হোসেন, সাইফুল ইসলাম ও আনিছুর রহমানের দোকান থেকে প্রায় অর্ধ কোটি টাকার কাপড় চুরি হয়। অভিনব কায়দায় চোরেরা দোকান, আড়ৎসহ বিভিন্ন শো-রুমের তালা ভেঙে ভিতর থেকে কাপড় চুরি করে আবার শার্টারে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়। এ চুরির ঘটনায় হাটটির দীর্ঘদিনের সুনাম নষ্ট হচ্ছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পরে দ্রুত ব্যবস্থা নিতে শাহজাদপুর থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে এবং মালামালও উদ্ধার হবে বলে তিনি উল্লেখ করেন।

আলোকিত সিরাজগঞ্জ