শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শাহজাদপুর সেবা আশ্রমে পুজা ও প্রসাদ বিতরণ

শাহজাদপুর সেবা আশ্রমে পুজা ও প্রসাদ বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শতাব্দী প্রাচীন সাহাপাড়া গ্রামে শ্রী শ্রী নিতাই গৌর সেবা আশ্রমে কার্তিকের দামোদর মাস উপলক্ষে গতকাল বিকেলে আশ্রমে ধর্মীয় সংগীত নাম কীর্তন ও দেশবাসীর মঙ্গল কামনায় ২ হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। ইপজেলার বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই এই মন্দিরে সমবেত হন।

মন্দির কমিটির ভক্ত মনোরঞ্জন সাহা, সন্তোষ কুমার সাহা, রাম চন্দ্র সাহা মিলন বলরাম সাহা জানান,  প্রতি বছরই কার্তিকের এই মাসে ভক্তদের প্রসাদ বিতরন করা হয়। দীর্ঘদিন ধরে আসা হিন্দু ধর্মালম্বীদের এই প্রথা এখনও চালু রাখতে এ ধর্মীয় অনুষ্ঠান করা হয়। উপজেলা সহ জেলার বিভিন্ন এক্লাকা থেকে এ ধর্মীয় অনুষ্ঠান দেখতে আসে। এদিকে কার্তিক মাসের শেষে এ ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গোটা এলাকা উৎসবে পরিনত হয় ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: