শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এনায়েতপুরে এসএসসির ফরম পুরনে একুশে ফোরামের ১৩ শিক্ষার্থীকে সহায়তা

এনায়েতপুরে এসএসসির ফরম পুরনে একুশে ফোরামের ১৩ শিক্ষার্থীকে সহায়তা

সামাজিক সেবা সংগঠন একুশে ফোরামের উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুরে দরিদ্র মেধাবী ১৩ এসএসসি পরিক্ষার্থীকে ফরম পুরনে আর্থিক সহায়তা করা হয়েছে। বুধবার দুপুরে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় চত্তরে এ শিক্ষা প্রতিষ্ঠান সহ মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই টাকা তুলে দেয়া হয়।

এসময় এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারন সম্পাদক ফজলুল হক ডনু, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম সরকার, সিররাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, শিক্ষক প্রদীপ চক্রবর্তী, প্রমুখ উপস্থিত ছিলেন। 

টাকা বিতরন কালে এ উদ্যোগকে প্রসংশণীয় উল্লেখ করে বক্তব্যে অতিথিরা বলেন, অসহায়রা মেধাবী হলেও পিছুটান শুধু আর্থিক দুর্বলতা। এ কারনে কেউ-কেউ ঋন করে টাকা সংগ্রহে এসএসসির ফরম পুরনে বাধ্য হয়। একুশে ফোরাম মেধাবী ছাত্র-ছাত্রীদের দুরাবস্থার কথা চিন্তা করে সঠিক সময় এগিয়ে এসেছে। এজন্য তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা থাকবে আগামীতেও তারা মেধাবী অসহায় ছাত্র-ছাত্রীদের কল্যাণে যেন এভাবেই এগিয়ে আসে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ একুশে ফোরাম এলাকায় শহীদ মিনার নির্মান, দুর্যোগে ত্রান সহায়তা, চিকিৎসা সেবা প্রদান, শীত বস্ত্র প্রদান, অসহায়দের বিয়ের আয়োজন, ঈদ ও পুজা উৎসবে দরিদ্রদের সহযোীতা সহ নানা ভাবে মানুষকে সাহায্য সহায়তা করে আসছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: