সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

সিরাজগঞ্জে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রফিকুল তার বাড়ির পেছনে গাঁজা গাছ রোপণ করে পর্দা দিয়ে আড়াল করে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছিল। ঘটনা যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাঁজা গাছটি জব্দ করা হয়েছে। গাঁজার গাছটির ওজন প্রায় ১০ কেজি হবে। আসামি রফিকুলকে গ্রেপ্তারপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: