শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

অনুকূল আবহাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে সরিষার ব্যাপক চাষ হয়েছে। সরিষার ভালো ফলন হওয়ায় কৃষকের চোখে-মুখে দেখা গেছে হাসির ঝিলিক। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী, সোনাখারা, ধামাইনগর, ঘুরকা, চান্দাইকোনা, নলকা, ব্রম্যগাছা ও পাঙ্গাসী সহ মোট ৯ টি ইউনিয়নে ৬ হাজার ৭ শত ৪৫ হেক্টোর আবাদী জমিতে এ বছর সরিষার চাষাবাদ বেশ ভালো হয়েছে। এ বছরে টার্গেট ছিল ৪ হাজার হেক্টোর এর বিপরীতে অর্জিত সরিষা চাষাবাদের চেয়ে লক্ষমাত্রা অর্জন করে ২ হাজার ৭ শত ৪৫ হেক্টোর। জমিতে চাষবাদ হওয়ায় কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।

উপজেলার, সোনাখারা ইউনিয়নের রুপখাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে আব্দুর রাজ্জাক জানান, চলতি মৌসুমে স্হানীয় কৃষি অফিস ও উপ-সহকারী অফিসারদের সহযোগিতায় ও তাদের পরামর্শে এ বছর সরিষার বাম্পার ফলন হওয়ায় ভিশন খুশি বলে জানান এই কৃষক। 

উপজেলার ব্রম্যগাছা গ্রামের আরেক কৃষক জানান, ভোজ্য তেলের বাড়তি দামের কথা মাথায় রেখে উপজেলা কৃষি অফিসের সারবিক পরামর্শ ও সহযোগিতাসহ প্রচার প্রচারনার ফলে আমাদের মতো কৃষকেরা সরিষা আবাদের আগ্রহ প্রকাশ করেন। রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলের মাঠগুলো বড় বড় দানায় ভরে গেছে পুরো সরিষার মাঠ। ইতিমধ্যেই সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। 

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক আব্দুল আজিজ ফেকু জানান, এক বিঘা জমি বরগা নিয়ে স্হানীয় এক কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে উন্নত জাতের সরিষার চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায় নি। বরং বড় বড় সরিষার সিম ও সুন্দর দানা আর বেশ স্বাস্হ্যবান দেখা যাচ্ছে। দু’একদিনের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি। এবারের সরিষার বাম্পার ফলন দেখে আগামীতেও সরিষার চাষ আরও বাড়বে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর