মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

হোরোইন ও গাঁজা সহ সিরাজগঞ্জে ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

হোরোইন ও গাঁজা সহ সিরাজগঞ্জে ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ভদ্রঘাট হইতে হাটপাঙ্গাসীগামী রাস্তার ডাঙ্গারপাড়া গ্রামস্থ ইসলামাবাদ স্যাইদিয়া দারুল উলুম ঈদগাঁহ মাঠের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০২.৯৫০ (দুই দশমিক নয়শত পঞ্চাশ) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ হাশেম আলী(৩১), পিতা-মৃত আবুল কাশেম আলী, সাং-শ্রীদাসগাঁতী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন র‌্যাব-১২, সিরাজগঞ্জের মেইন গেইটের সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়কের উত্তর পার্শ্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং নগদ নগদ-১৪০০/-(এক হাজার চারশত ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রমজান আলী(২৭), পিতা-মোঃ জামাল হোসেন, ২। মোঃ বাণী ইসরাইল(৩২), পিতা-মোঃ ইউনুস আলী, উভয় সাং-বুজরুকপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা