শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গণভোট

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গণভোট

সংগৃহীত

এক যুগেরও বেশি সময় পর আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে শহরের এস এস রোডস্থ চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলেছে বিকেল ৫টা পর্যন্ত। কিছুক্ষণ বিরতির পর শুরু হয় ভোট গণনার কাজ। দীর্ঘদিন পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসায় জেলার ব্যবসায়ী ও সচেতন মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ১৮টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে চেম্বারের ভোটকেন্দ্র। বাইরে বসানো হয়েছে বড় আকারের স্ক্রিন।

১৯৮৪ সালে স্থাপিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সর্বশেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর গত এক যুগে পাঁচটি পরিচালনা পর্ষদের নেতৃত্ব নির্বাচিত হয় বিনা ভোটে। যোগ্য নেতৃত্ব না থাকায় সিরাজগঞ্জ বাণিজ্যিক এলাকা হলেও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি এই সংগঠন।

সর্বশেষ:

শিরোনাম: