বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

ডিসেম্বর থেকে মেসেঞ্জারের যে সুবিধা বন্ধ হচ্ছে

ডিসেম্বর থেকে মেসেঞ্জারের যে সুবিধা বন্ধ হচ্ছে

সংগৃহীত

আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। ১৫ ডিসেম্বরের পর ব্যবহারকারীরা আর এ অ্যাপে লগ ইন করতে পারবেন না। শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন

প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন শুধু স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মোবাইল অ্যাপ বা ওয়েব সংস্করণে মেসেঞ্জার ব্যবহার অব্যাহত থাকবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার পর ডেস্কটপ অ্যাপে লগইন আর সম্ভব হবে না। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব বা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারে পুনর্নির্দেশ করা হবে।

মেসেঞ্জারের হেল্প পেইজে লেখা হয়েছে, ‘যদি আপনি ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন তাহলে ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন ম্যাক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। ৬০ দিন পার হয়ে গেলে আর অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তাই আমরা পরামর্শ দিচ্ছি, অ্যাপটি মুছে ফেলুন, কারণ এটি আর কার্যকর থাকবে না।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মেটা এই সিদ্ধান্ত নিয়েছে ডেস্কটপ অ্যাপের রক্ষণাবেক্ষণ, সিকিউরিটি এবং মাল্টিপ্ল্যাটফর্ম জটিলতার কারণে। তবে মেটা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ প্রকাশ করেনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ডেস্কটপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করা। তবে ব্যবহারকারীদের জন্য এটি কিছুটা অসুবিধার কারণ হতে পারে বলেও মন্তব্য অনেকের।

সূত্র: কালবেলা

সর্বশেষ:

শিরোনাম: