রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

সংগৃহীত

নাম বা নম্বর না জানিয়েই এখন দিব্যি করা যাবে চ্যাটিং! জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার আনছে এমনই এক যুগান্তকারী ফিচার। প্রতিষ্ঠানটি বর্তমানে অ্যানড্রয়েডের বিটা সংস্করণে নতুন এই ফিচারের পরীক্ষামূলক চালান শুরু করেছে।

‘রিজার্ভ ইউজার’

সূত্রের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে যুক্ত হচ্ছে ‘রিজার্ভ ইউজার’ নামের একটি নতুন অপশন। এটি চালু রাখলে ব্যবহারকারীর নাম এবং মোবাইল নম্বর অন্যদের কাছ থেকে সম্পূর্ণ গোপন থাকবে। অর্থাৎ আপনি চাইলে পরিচয় না জানিয়েই কথা বলতে পারবেন।

তবে এর আরও বড় সুবিধা হলো, এই সেটিং অন থাকলে কেউ ইচ্ছেমতো আপনাকে মেসেজ পাঠাতে পারবে না। কেবল অনুমতি পাওয়া ব্যক্তিরাই বার্তা পাঠাতে পারবেন। ফলে বাড়বে ডিজিটাল সুরক্ষা ও গোপনীয়তার নিয়ন্ত্রণক্ষমতা।

পাশাপাশি আরও একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে- ‘ইউজার নেম’ অপশন। এটি চালু থাকলে কোনো অপরিচিত ব্যবহারকারী আপনার নাম বা নম্বর দেখতে পারবে না। তবে যদি কেউ আপনাকে বার্তা পাঠাতে চান, তাহলে তিনি আপনার নির্দিষ্ট করা ‘ইউজার নেম উইথ পিন’— অর্থাৎ চার অঙ্কের পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর— জেনে থাকলেই বার্তা পাঠাতে পারবেন। ফলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ রেখে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব হবে।

সূত্রের তথ্য মতে, নতুন ব্যবস্থায় ওয়েব থেকে সরাসরি মেসেজ করে অনাবশ্যক যোগাযোগ করা নিয়ন্ত্রণে আনা হবে— উদাহরণস্বরূপ যদি কোনো ওয়েবসাইট থেকে মেসেজ এসে থাকে যার লেখায় ‘WWW’ থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ সেটিতে স্বয়ংক্রিয়ভাবে ব্লক বা সীমা দিয়ে দেবে। এর ফলে সাইবার অপরাধ ও তথ্যচুরির ঝুঁকি কমার পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা পাবে।

মেটা (হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণকারী সংস্থা) এই বৈশিষ্ট্যটির ওপর পরীক্ষানিরীক্ষা চালালেও এখনো আনুষ্ঠানিক ঘোষণার সময় নির্দিষ্ট করা হয়নি। তবে বিটা পর্যায়ে ইতোমধ্যেই এটি দেখা গেছে এবং সফল হলে সাধারণ ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে প্রকাশ করা হবে। খণ্ড সময়ে এটি সরবরাহ করা হলে বর্ষশেষের আগেই সবাই পেতে পারেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র: কালবেলা

সর্বশেষ:

শিরোনাম: