বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বর্ষায় ত্বক ভালো রাখার সহজ ও কার্যকরী কিছু উপায়!

বর্ষায় ত্বক ভালো রাখার সহজ ও কার্যকরী কিছু উপায়!

 

ঋতু পরিবর্তনের দেশ এই বাংলাদেশ। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে প্রকৃতি ও আমাদের ত্বকেও। এখন বর্ষাকাল। তাই বর্ষায় ত্বকের প্রতি নিন একটু বাড়তি যত্ন।

নইলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের শরীরের সঙ্গে সঙ্গে নিজের ত্বকের সৌন্দর্য ধরে রাখতে জেনে নিন সহজ ও কার্যকরী কিছু উপায়-

> বর্ষার দিনে ত্বককে নানা রকম সংক্রমণের হাত থেকে মুক্তি দিতে ও ত্বক উজ্জ্বল করতে অ্যালোভেরা জেল খুবই উপকারী।

> গোসলের আগে পানির মধ্যে নিমপাতা ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করলে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যায়। ত্বকের ব্রণ, পিগমেন্টেশন, চুলকানি কমাতে সাহায্য করে এই নিমপাতা।

> দুধের সঙ্গে এক চিমটি হলুদ গুলে খেতে পারেন। এছাড়াও দইয়ের সঙ্গে একটু হলুদ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জলতা বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িবে।

আলোকিত সিরাজগঞ্জ