মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

১৫ কেজি সোনা কুঁড়িয়ে পেয়েও ফেরত দিলেন ঝাড়ুদার

১৫ কেজি সোনা কুঁড়িয়ে পেয়েও ফেরত দিলেন ঝাড়ুদার

 

একজন ঝাড়ুদারের বেতন আর কতোই হবে! তাই সংসারও চলে টেনেটুনে। একদিন কাজ করতে গিয়ে একটি ব্যাগ খুঁজে পান এক ঝাড়ুদার। সেটা খুলেই তার চোখ ছানাবড়া, ব্যাগের মধ্যে ১৫ কেজি সোনা! কিন্তু তিনি সেগুলো না রেখে দিয়ে ফেরত দিয়ে দিয়েছেন। খবর খালিজ টাইমস।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ওই পরিচ্ছন্নতা কর্মীর নাম তাহের আলি মকবুল। তিনি আল সাবখা পার্কিং এলাকায় একটি ব্যাগে রাখা ১৫ কেজি সোনা পান। এর মূল্য বাংলাদেশি মূদ্রায় ১৬ কোটি টাকার বেশি।

ব্যাগটি কুঁড়ে পাওয়ার পর তাহের আলি ওই এলাকার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ও ব্যাগসহ সোনা ফেরত দেন। তার এই সততার পুরস্কার দিতেও ভুলেন নি দুবাই’র সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ।

আলোকিত সিরাজগঞ্জ