মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে গালি দিয়ে জরিমানা গুনলেন যুবক!

স্ত্রীকে গালি দিয়ে জরিমানা গুনলেন যুবক!

সংগৃহীত

প্রতিবন্ধী স্ত্রীকে আবর্জনা বলে গালি দেয়ার অভিযোগ দেয়ায় চীনে এক যুবকের ৪২০০ মার্কিন ডলার জরিমানা হয়েছে। জরিমানার অর্থ যাবে স্ত্রীর কাছে।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ওই ব্যক্তির নাম ঝাও। ২০০৭ সালে ছিয়ান নামের এক নারীকে বিয়ে করেন তিনি। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। ২০১৫ সাল পর্যন্ত সুখেই সংসার করছিলেন তারা। ওই বছর এক দুর্ঘটনায় শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন ছিয়ান, হুইলচেয়ার ছাড়া চলাচলে অক্ষম হয়ে পড়েন। এরপর থেকেই স্ত্রীর প্রতি ঝাওয়ের আচরণ পাল্টে যায়।

দুর্ঘটনায় কাজকর্ম করার ক্ষমতা হারান ছিয়ান। তখন থেকেই ছিয়ানকে অবজ্ঞা করতে শুরু করেন ঝাও। তাকে যখন তখন গালাগালিও করতে থাকেন। এক পর্যায়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাও। তখনই নিজের অধিকার আদায়ের জন্য অভিযোগ করেন ছিয়ান।

আদালতের শুনানিতে জানা যায়, স্ত্রীর প্রতি যত্ন ছিল না ঝাওয়ের। শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ছিয়ানকে সাহায্য দূরের কথা, উল্টো অবজ্ঞা করতেন তিনি। একাধিক শুনানির পর আদালত রায় দেয়, ছিয়ানের ক্ষতি করেছেন ঝাও। তার আচরণ মানসিক অত্যাচারের শামিল। ছিয়ানকে ৩০,০০০ ইউয়ান (৪,২০০ মার্কিন ডলার) জরিমানা দেবেন ঝাও।

এছাড়া বিচ্ছেদের পর দু’জনের মিলিত সম্পদ থেকে মাত্র ৪০ শতাংশ পাবেন ঝাও। এ ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকের মাঝেই ক্ষোভ দেখা যায় ঝাওয়ের প্রতি। এমনকি তাকে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে।

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর