ত্বক খসখসে হলে ব্যবহার করুন ল্যাভেন্ডারের তেল
ল্যাভেন্ডার (lavender) এটি একটি বর্ষজীবী গুল্ম। এর বৈজ্ঞানিক নাম Lavendula spp। এটি Lamiaceae পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। প্রায় ৩৯টি প্রজাতি নিয়ে Lavendula গঠিত। সবচেয়ে বেশি যে প্রজাতিটি চাষ করা হয় তার নাম Lavendula angustifolia।