রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চরে সবজি চাষে লাভবান কৃষানী মমতাজ!

চরে সবজি চাষে লাভবান কৃষানী মমতাজ!

শীতের মৌসুমে চর জেগে উঠেছে। সেই জেগে উঠা চরেই চাষাবাদ করে কৃষানী মমতাজ বেগম স্বাবলম্বী হয়েছেন। তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করে তা পাইকারি ও খুচরা বিক্রি করছেন। ইতোমধ্যে সবজি বিক্রি করে তিনি ৪০ হাজার টাকা আয় করেছেন।

জানা যায়, কৃষানী মমতাজ বেগম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের বাসিন্দা। শীতের কারণে জেগে উঠে এই উপজেলায় অবস্থিত টঙ্কাবতী নদীর চর। সেই চরে তিনি প্রায় ৬০ শতক জমিতে বেগুন, আলু, মুলা, টমেটো, মরিচ ও ঢ্যাঁড়সের চাষ করেছেন। পাইকারি বিক্রেতারা তার জমি থেকেই সবজি কিনে নিয়ে যাচ্ছেন।

কৃষানী মমতাজ বেগম বলেন, আমি চরে প্রায় ৬০ শতক জমিতে বেগুন, আলু, মুলা, টমেটো, মরিচ ও ঢ্যাঁড়সের চাষ করেছি। সবজি চাষে আমার৪০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে সবজি বিক্রি করা শুরু করেছি। তিনি আরো বলেন, পাইকাররা জমি থেকেই সবজি কিনে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সবজি বিক্রি করে ৪০ হাজার টাকা আয় করতে পেরেছি। জমিতে আরো যা সবজি আছে আশা করছি তা বিক্রি করে আরো ৫০ হাজার টাকা আয় করতে পারবো।

কৃষি বিভাগের মতে, বর্ষার সময় পাহাড়ি ঢলে ঢলে টঙ্কাবতীর দুই পাশের জমি ও চরের মাটিতে পলি জমে। তাই শীতের সময় কম সার দিয়েই চাষিরা ভালো ফলন পেয়ে থাকে। উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বলেন, চলতি বছর লোহাগাড়ায় ১ হাজার ৩৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা থেকে আরো ২ হেক্টর বেশি জমিতে চাষ করা হয়েছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রুপনা চক্রবর্তী বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এই চরের চাষিরা সবজি চাষে বাম্পার ফলন পেয়েছেন। আমরা চাষিদের সব ধরনের সহযোগিতা করছি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর