রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রথমবার নিশোর সঙ্গে তানহা তাসনিয়া

প্রথমবার নিশোর সঙ্গে তানহা তাসনিয়া

ঢাকার সিনেমার নায়িকা তানহা তাসনিয়া এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে প্রথম জুটি হয়ে কাজ করছেন। তবে কোনো চলচ্চিত্রে নয়, নাটকে তারা প্রথমবার জুটি বেঁধেছেন। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘কুয়াশা’। আফরান নিশোর গল্প ভাবনায় এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ।

গত মঙ্গলবার(১৫ জুন) রাজধানীর উত্তরাতে এর শুটিং শুরু হয়। নির্মাতা জানান, এটি একদমই ডার্ক থ্রিলার গল্প। এখানে নিশো ভাই যে চরিত্রে অভিনয় করেছেন, এরকমটা এর আগে কখনো করেননি। আর তানহার চরিত্রটা সিক্রেটই থাকুক। নিশো-তানহা জুটির প্রথম কাজ এটি।

আফরান নিশো বলেন, এই গল্পের ভাবনাটা আমার। চলার পথে বিভিন্ন ঘটনাই দেখে থাকি আমরা, সেসব চিন্তা ভাবনা থেকে কিছু গল্প মাথায় আসে। আমার ভাবনাটাকে চিত্রনাট্যে রূপ দিয়েছে ভিকি।

তিনি আরো বলেন, থ্রিলার গল্পে কাজ করেছি আগে। ‘মরীচিকা’ও থ্রিলার কন্টেন্ট। তারপরও ‘কুয়াশা’ একটু ডিফারেন্ট; সাইকো-থ্রিলার। এখানে আমার চরিত্র এফবিআই অফিসার; যার একই অঙ্গে দুই রূপ। এর বেশি আর কিছু বলবো না, দর্শকরা দেখার পরই বুঝবে। আর তানহার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দর্শক নতুন এ জুটির কাজ পছন্দ করবেন, আশা করি।

চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, রোমান্টিক গল্পে কাজ করা হলেও থ্রিলার গল্পে এবারই প্রথম কাজ আমার। সেই সঙ্গে নিশো ভাই ও ভিকির সঙ্গেও আমার প্রথম কাজ। কোনো দৃশ্য শুরু করার নিশো ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেয়া এবং আলোচনা করে নিচ্ছি। সার্বক্ষণিক সহযোগিতা করছেন তিনি। চমৎকার একজন মানুষ। কাজ করার অভিজ্ঞতা খুবই চমৎকার।

ভিকি জাহেদ বলেন, এবার ঈদে আমার ৭টি কাজ যাবে। রোমান্টিক, মেলোডি, ড্রামা; সব ধরণেরই কাজই করেছি এবার। সেখানে ‘কুয়াশা’ একটু ডিফারেন্ট; একদমই থ্রিলার কন্টেন্ট। দর্শকরা আমার কাছ থেকে যেরকম কাজ প্রত্যাশা করে ঠিক সেরকমই কিছু থাকছে এখানে।

আসছে ঈদে জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে বলে জানান নির্মাতা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ