রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিশেষ মানুষদের পাশে নুসরাত! লিখলেন কবিতাও

বিশেষ মানুষদের পাশে নুসরাত! লিখলেন কবিতাও

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সন্ত্রাস। তার মধ্যে শুরু হয়েছে রমজান। লকডাউনের সময়ে একজোট হয়ে ইফতার আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে অভিনেতা, সাংসদ নুসরাত জাহান পৌঁছে গেলেন বেহালার এক বৃদ্ধাবাস ও বিশেষভাবে সক্ষম মানুষদের কাছে।

প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেতা। নুসরতের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আইসোলেশনে আছেন। পরের সপ্তাহে আর একবার টেস্ট হবে তার।

বেহালার বৃদ্ধাবাসে নুসরাত জাহান অভিনেত্রী নিজেও দু’সপ্তাহ হোম কোয়রান্টিনে ছিলেন। এখন আবার বেরচ্ছেন। নুসরাত বলেন, খুব শিগগিরি বসিরহাটে রিলিফ পাঠানোর ব্যবস্থা করছি আমরা। কিছু কর্পোরেট সংস্থার সঙ্গেও কথা চলছে।

বিশেষভাবে সক্ষম এক জন ভক্ত নুসরতকে নিয়ে কবিতা লিখেছেন। সেই শেয়ার করলেন তিনি। তুমি আছো অমঙ্গলে মঙ্গলময় হয়ে, তুমি আছো অসত্যে সত্যরূপ হয়ে, তুমি আছো কল্পনাতে অকল্পতরু হয়ে, তুমি আছো অবিশ্বাসের বিশ্বাস তব হয়ে। পাশে বসে ভক্তের কবিতা শুনলেন নুসরত।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: