রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বেশি পারিশ্রমিকের বিনিময়ে কম্প্রোমাইজ, মিটু ঝড় বলিউডে

বেশি পারিশ্রমিকের বিনিময়ে কম্প্রোমাইজ, মিটু ঝড় বলিউডে

আবার #মিটু-র ছায়া বলিউডে। সরাসরি ওয়েব সিরিজ নির্মাতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন ‘ফোর মোর শটস প্লিজ’, ‘টিভিএফ ট্রিপলিং’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী মানবী গাগরু।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মানবী বলেন, অজানা নম্বর থেকে একদিন ফোন আসে আমার কাছে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি নতুন ওয়েব এক সিরিজের কাজ করার প্রস্তাব দেন। পারিশ্রমিক নিয়েও কথা হয়।

মানবীর কথায়, যে বাজেট ওরা অফার করছিল, তা খুবই কম। আমি ওদের সে কথা জানাই। এটাও বলি, সবার আগে দরকার স্ক্রিপ্ট পছন্দ হওয়া। তারপর তো ডেট, পারিশ্রমিক। এরপর হঠাৎই সেই নির্মাতা মানবীকে বলেন, তিন গুণ বাড়িয়ে দিতে পারি পারশ্রমিক। কিন্তু তার বদলে কম্প্রোমাইজ করতে হবে আমাকে।

প্রথমে ঘাবড়ে গেলেও পর মুহূর্তেই তীব্র প্রতিবাদ করেন মানবী। সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার হুমকি দেন। #মিটু-র বিরুদ্ধে এত প্রতিবাদ হওয়া সত্ত্বেও তার সঙ্গেও একই জিনিস কীভাবে হল, তা ভেবেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

#মিটু ঝড় অবশ্য বলিউডে নতুন নয়। ২০১৮ সালে প্রথম বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত নানা পটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। সে সময় তোলপাড় হয়েছিল বলিউড। এরপর একে একে অনু মালিক, নানা পটেকরসহ বলি ব্যক্তিত্বদের বিরুদ্ধে উঠে আসতে থাকে অভিযোগ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: