মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

প্রতারণা করেছিলেন রণবীর: দীপিকা

প্রতারণা করেছিলেন রণবীর: দীপিকা

একসময়ে সম্পর্কের নানা টানাপড়েনের মধ্য দিয়ে গেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একসময় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। তাদের বিয়ে হওয়ার কথাও ছিল বলে অনেক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল। তবে সেই সম্পর্ক টিকেছিল ছয় বছর। সেই সম্পর্ক ভাঙার বহু পরে এখন মুখ খুলেছেন এই বলিউড অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে যৌন জীবনসহ ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন তিনি। দীপিকা বলেন, ‘আমার কাছে, সেক্স মানে শুধু শারীরিক বিষয় নয়, এর সঙ্গে মানসিক বিষয়টিও জড়িত। যদি ঠকানোর চিন্তা থাকে তাহলে সম্পর্কে জড়াব কেন? তার চেয়ে সিঙ্গেল থেকে মজা করব। কিন্তু সবাই এভাবে চিন্তা করে না।’

অতীত সম্পর্কের তিক্ততা নিয়েও কথা বলেছেন তিনি। তবে কারো নাম উল্লেখ করেননি। যদিও বুঝতে বাকি নেই, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের কথাই বলতে চেয়েছেন বাজিরাও মাস্তানি সিনেমাখ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এ কারণেই আমি অতীতে কষ্ট পেয়েছি। আমার আশেপাশের সবাই সতর্ক করেছিল কিন্তু তারপরও আমি তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম। কারণ সে আমার কাছে হাত জোর করে সুযোগ চেয়েছিল। তারপর তাকে হাতে-নাতে ধরে ফেলি। তাকে ভুলতে একটু সময় লেগেছে। কিন্তু কষ্ট কাটিয়ে ওঠার পর আর ফিরে তাকাতে হয়নি। এটি এখন অতীত।’

রনভীর সিংয়ের স্ত্রী দীপিকা বলেন, ‘প্রথমবার সে যখন প্রতারণা করে আমি ভেবেছিলাম এই সম্পর্কে আমার দিক থেকেই কোনো ভুল ছিল। কিন্তু যখন এটি কারো অভ্যাসে পরিণত হয় বুঝতে বাকি থাকে না সমস্যাটা মূলত কার। সম্পর্কের জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু বিনিময়ে প্রত্যাশা রাখিনি। বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভাঙার মূল কারণ। যখন কোনো সম্পর্কে এটি দেখা দেয়, তখন সম্মান, বিশ্বাস চলে যায়। আর এগুলোই একটি সম্পর্কের স্তম্ভ। এগুলো ছাড়া কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।’

সেই সম্পর্কের বহু পরে আরেক অভিনেতা রনভীর সিংয়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কের পর ঘটা করেই বিয়ে করেছেন তারা। এখন পর্যন্ত বেশ সুখেই চলছে তাদের সংসার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ