বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইমরান খানের বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ইমরান খানের বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের (তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় লাইভে দেওয়া এক বক্তব্যে ইমরান খান জানান, তার জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের (তেহরিক-ই-ইনসাফ)  চেয়ারম্যান  ইমরান  খানের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

বুধবার সন্ধ্যায় লাইভে দেওয়া এক বক্তব্যে ইমরান খান জানান, তার জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। 

তিনি বলেন, মানবাধিকার কোথায়? তারা কোথায় যারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আওয়াজ তুলেছিল। তিনি বলেন, আজ যা ঘটছে… এর পেছনে কারা এবং কেন হচ্ছে? এতে কি পাকিস্তানের উপকার হচ্ছে নাকি দেশে পরিবর্তন ঘটছে? কিছু মানুষ দল ছাড়লে পিটিআই শেষ হয়ে যাবে? যারা এটা মনে করে তাদের মাথা পরীক্ষা করা দরকার।

আলোকিত সিরাজগঞ্জ