বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এক অনুষ্ঠানে বিয়ে করলেন ১০১ বর-কনে

এক অনুষ্ঠানে বিয়ে করলেন ১০১ বর-কনে

এক বিশাল গণবিয়ের সাক্ষী হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা। এ বিয়েতে যুগলবন্দি হয়েছেন ২০২ জন নারী-পুরুষ। গণবিয়েতে শামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জোড়া বর-কনেও।

রোববার (৪ ডিসেম্বর) বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে কঙ্কালেশ্বরী কালীমন্দিরে এ গণবিয়ের আয়োজন করা হয়। বিয়ে শেষে এই ১০১ জুটিকে দেওয়া হয় এক মাসের রেশনসহ খাদ্য সামগ্রীও।

বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও চন্দ্রনাথ সিংহ। আরও ছিলেন দুই সংসদ সদস্য সুনীল মণ্ডল এবং অসিত মাল।

গণবিয়ে হলেও আয়োজনের কমতি ছিল না। সকাল থেকেই কাঞ্চন নগরসহ শহরে ছিল সাজ সাজ রব। মণ্ডপেও দেওয়া হয় বিশেষ নজর। ছিল আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও।

বর্ধমানের টাউন হল থেকে রোববার দুপুরে শোভাযাত্রা নিয়ে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পৌঁছায় বরপক্ষ। হাজির হন কনের বাড়ির লোকজনেরাও। সেখানে হিন্দু-মুসলিম ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়েছে ১০১ জোড়া নতুন দম্পতির। আয়োজকরা বিয়ের সব খরচ বহন করেছেন। দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে সোনার আংটি, রঙিন টেলিভিশন, খাট, সাইকেল, সেলাই মেশিনসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।

সূত্র: আনন্দবাজার

 

আলোকিত সিরাজগঞ্জ