শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এবার ইরানের তেলমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার ইরানের তেলমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবে ইরানের তেল শিল্পের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

সোমবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরানের তেলমন্ত্রীসহ ছাড়াও ইরানের জাতীয় তেল সংস্থা ও জাতীয় ট্যাঙ্কার সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান তার তেল বিক্রির অর্থ  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সকে (আইআরজিসি)’র আর্থিক সহায়তা দেয়ার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন দাবি করেছেন, ইরান তার তেল বিক্রির অর্থ আইআরজিসি’র অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতায় ব্যবহার করছে।

এই নিষেধাজ্ঞার পাশাপাশি ইরানি তেলমন্ত্রী ও সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সোমবার ইরানের তেলমন্ত্রী টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের এসব চাপের মুখে পড়বে না ইরানের তেল শিল্প। ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা তাদের ব্যর্থতার একটি নিষ্ক্রিয় প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র- আল জাজিরা

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: