রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বন্যায় তলিয়ে গেছে করোনায় মৃত্যুপুরী স্পেন

বন্যায় তলিয়ে গেছে করোনায় মৃত্যুপুরী স্পেন

বন্যার পানিতে তলিয়ে গেছে ইউরোপের দেশ স্পেনের অধিকাংশ এলাকা। করোনাভাইরাসের আরেক মৃত্যুপুরী এই দেশটির কাস্তেলোঁ প্রদেশের রাজধানী কাস্তেলোঁ দে লা প্লানায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় প্রায় চার মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। তাছাড়া, হালকা ও মাঝারি বৃষ্টি চলছেই। এতে করে পূর্ব স্পেন অনেকটাই বন্যায় তলিয়ে গেছে।

স্পেনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের এই সময় সাধারণত ৪২ মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এবার ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪৭ মিলিমিটার।  

এদিকে, পুরো স্পেন এখন করোনা মোকাবেলায় ব্যস্ত। দেশটিতে জারি হয়েছে লকডাউন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, স্পেনে ভয়ঙ্কর দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। এরইমধ্যে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: