রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নাইজারে খাবার নিতে এসে পদদলিত হয়ে ২০ জন নিহত

নাইজারে খাবার নিতে এসে পদদলিত হয়ে ২০ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে খাবার নিতে এসে পদদলিত হয়ে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার দেশটির দিফফা শহরে খাদ্য ও অর্থ সহায়তা নিতে সারিবদ্ধ হয়েছিল তারা। সেখানেই খাবার দ্রুত সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয় ওইসব শরণার্থীরা।

আফ্রিকার সাহেল অঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০০৯ সালে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালায় বোকো হারাম নামের একটি সশস্ত্র জঙ্গিগোষ্ঠী। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের সহিংসতার কারণে সেখান থেকে প্রায় এক লাখ ২০ হাজার বাসিন্দা পালিয়ে পার্শ্ববর্তী দেশ নাইজারে আশ্রয় নেয়। সোমবার সেখানে ওইসব শরণার্থীদের অর্থ ও খাদ্য সহায়তা দিতে যান নাইজেরিয়ার বোর্নো প্রদেশের গভর্নর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির নাইজেরিয়া প্রতিনিধি ইসহাক খালিদ বলেন, সোমবার সকালে যখন খাদ্য সহায়তা কেন্দ্রের প্রধান ফটক খোলা হয়, তখন ওই সহায়তা সামগ্রী সংগ্রহ করতে দ্রুত সেখানে যায় শরণার্থীরা। আর এতে হুড়াহুড়িতে তারা পদদলিত হয়।
 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: