রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাফাদি

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাফাদি

লেবাননে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তার পরিবর্তে নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে সম্মত হয়েছেন সেদেশের অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল এ বিষয়ে বলেছেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কয়েকটি রাজনৈতিক দল মোহাম্মাদ সাফাদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে এবং তিনি নিজেও এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন। লেবাননের গণমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো সাফাদিকে নতুন সরকার প্রধান করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।

উল্লেখ্য, লেবানন সরকারের ব্যাপক দুর্নীতি এবং গত প্রায় তিন দশকের ইতিহাসে দেশটির সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর জের ধরে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। প্রেসিডেন্ট মিশেল আউন তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠনের লক্ষ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা চালিয় আসছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: