বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘লাকসামকে মেগাসিটি হিসেবে গড়ে তোলা হবে’

‘লাকসামকে মেগাসিটি হিসেবে গড়ে তোলা হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো অপরাধে জড়িত থাকতে পারবে না। কোনো অপরাধ করলে তাদের ছাড় দেয়া হবে না। 

তিনি বলেন, লাকসামকে স্মার্ট মেগাসিটি শহর হিসেবে গড়ে তোলা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম পাইলট বালিকা বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার, অডিটোরিয়াম এবং মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিককেন্দ্র নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভূঁইয়া, ইউএনও এ কে এম সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ