শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিকতা শেষে মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর: আইনমন্ত্রী

আনুষ্ঠানিকতা শেষে মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আনুষ্ঠানিকতা শেষ হলে দণ্ড কার্যকর করা হবে। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, কারাগারে অন্যান্য ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মতো আবদুল মাজেদও সলিটারি কনফাইনমেন্টে থাকবেন। এ ক্ষেত্রে তার থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর কোনো ঝুকি থাকবে না। 

এর আগে সোমবার রাতে আবদুল মাজেদকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সদস্যরা। 

এদিকে আবদুল মাজেদকে গ্রেফতারের ঘটনাকে মুজিববর্ষে দেশবাসীর জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাকে গ্রেফতার করতে গোয়েন্দা সংস্থাসহ যারা যুক্ত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: