রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি কর্মীদের রাত ৮টা পর্যন্ত কাজ করার নির্দেশ

ডিএনসিসি কর্মীদের রাত ৮টা পর্যন্ত কাজ করার নির্দেশ

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে এ জ্বরে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরো শত শত মানুষ। ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত রোগ। মূলত এডিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। আক্রান্ত রোগীর উপযুক্ত চিকিৎসার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। 

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবিলায় কাজের সমন্বয় এবং জরুরি পদক্ষেপ নেয়ার উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারী এবং কর্মীদের প্রতিদিন রাত ৮টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার এক পরিপত্রে এই আদেশ জারি করেছে ডিএনসিসি। 

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া স্বাক্ষরিত ওই পরিপত্রে ডিএনসিসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং কর্মীদের উদ্দেশ্যে এই আদেশ জারি করা হয়। 

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: