রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গুজব রোধে সারাদেশে আনসার সদস্যদের প্রচারণা

গুজব রোধে সারাদেশে আনসার সদস্যদের প্রচারণা

 

পদ্মা সেতুতে মাথা লাগবে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে সারাদেশে কাজ শুরু করেছে আনসার ও ভিডিপি বাহিনীর ৬১ লাখ সদস্য।

স্কুল-কলেজ, হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে গুজবে কান না দিতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এসময় কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে গত ২৩ জুলাই রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেন, পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার জন্য গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে।

গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন তাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। এই বার্তা পেয়ে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।

এর অংশ হিসেবে সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জে জনগণকে সচেতন করতে ব্যানার নিয়ে প্রচারণা চালিয়েছে আনসার ভিডিপির সদস্যরা। ব্যানার লেখা ছিল ‘গুজবে কান দিবেন না। ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনী দেয়া একটি ফৌজদারী অপরাধ। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন।’ এছাড়া কুমিল্লার মুরাদনগরে উঠান বৈঠক, ঝিনাইদহ ও চাঁদপুরের মতলবে প্রাথমিক বিদ্যালয়ে প্রচারণা চালিয়েছে আনসার সদস্যরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: