পদ্মা সেতুতে মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, সামাজিক মাধ্যম-ফেসবুকে বিভিন্ন সময় পদ্মা সেতুতে মাথা লাগার বিষয়ে পোস্ট শেয়ার করেন শহরের মহিষখোলা এলাকার নাজমুল হোসেন বাবু।
গুজব ছড়ানোর কারণে ওই এলাকায় আতঙ্ক শুরু হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।
আলোকিত সিরাজগঞ্জ