সংগৃহীত
ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। আগুনে ভবনের নিচতলায় চলমান সংস্কার কাজের জন্য রাখা বেশকিছু কাঠ পুড়ে গেছে। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ভবনটিতে সংস্কার কাজ চলমান রয়েছে। সেখানে বেশকিছু কাঠ আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন দুইজনের নাম ইতোমধ্যে পুলিশকে জানিয়েছেন। স্থানীয় কয়েকজন বখাটে এ ঘটনায় জড়িত থাকতে পারে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের বারান্দায় শ্রেণিকক্ষের বেঞ্চ তৈরির কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তারেক চৌধুরী/আরকে
সূত্র: ঢাকা পোষ্ট










