বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যু দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি

খালেদা জিয়ার মৃত্যু দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা গ্রহণের তৃতীয় দিনে নেপালের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।

রোববার (৪ জানুয়ারি) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে নেপালের মন্ত্রীকে রাষ্ট্রদূত ও সহকর্মীরা দূতাবাসে অভ্যর্থনা জানান।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং এটিকে বাংলাদেশের রাজনৈতিক জীবনের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

তিনি খালেদা জিয়াকে একজন প্রভাবশালী ও মহান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন। বালা নন্দ শর্মা বলেন, তার অবদান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ছিল গুরুত্বপূর্ণ ও স্থায়ী। তার নেতৃত্ব ও জনসেবায় আজীবন নিবেদন, বাংলাদেশের ইতিহাসে একটি স্থায়ী ছাপ রেখে গেছে। যা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, নেপালে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নেপাল-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার জন্য। তিনি অভিন্ন অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংহতির একজন দৃঢ় সমর্থক ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: