রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারী বর্ষণের আশঙ্কা

ভারী বর্ষণের আশঙ্কা

 

দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার থেকে আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদেক দেশের বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা সামান্য কমেছে। শুক্রবার দুপুর ১টায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হয়। এতে দিন ও রাতে তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ সামান্য প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: