রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বেকার যুবকদের প্রশিক্ষিত করা হচ্ছে

বেকার যুবকদের প্রশিক্ষিত করা হচ্ছে

 

সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, যুব উন্নয়ন অধিদফতর বেকার যুবদেরকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ৮২টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, ২০০৯-১৯ সালের মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণের আওতায় সর্বমোট ২৬ লাখ ৪৯ হাজার ৩৫৩ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচিত এমপি মো. আনোয়ারুল আজীম আনারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, সরকার ২০০৯ সাল হতে যুবদের বেকারত্ব দূরীকরণ ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান, উদ্ধুদ্ধ করণ, আত্ম কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং ন্যাশনাল সার্ভিস কমসূচিসহ বিভিন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এর আলোকে ওই সাড়ে ২৬ লাখের বেশি যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে প্রশিক্ষণণোত্তর আত্মকর্মসংস্থানের জন্য মোট ৬ লাখ ৪৬ হাজার ৮৫৫ জনকে ৯৭৫ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

পীর ফজলুল রহমানের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম এবং মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: