শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ

চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ

সংগৃহীত

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ বহুমাত্রিক সম্পর্ককে আরো জোরদার করতে ঢাকা রাজনৈতিক ও সরকারি পর্যায়ে বেইজিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের আলাপচারিতার জন্য প্রস্তুত।

মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত জসিম উদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, চীন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।

রাষ্ট্রদূত জসিম উদ্দিন বলেন, "চীন কেবল আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদারই নয়। এটি অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে আমাদের জাতীয় উন্নয়ন বিবরণীর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।"

তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশ বিআরআই-এর অধীনে বিশ্বজুড়ে দৃশ্যমান এক দশক কাজ শেষ করার জন্য চীনের প্রশংসা করে।

তিনি বলেন, "আমরা আরো চীনা বিনিয়োগকে স্বাগত জানাতে উন্মুখ যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার রূপকল্প বাস্তবায়নে সহায়তা করতে পারে।

রাষ্ট্রদূত আরো বলেন, উভয় দেশের স্বার্থে দক্ষিণ এশিয়ার দেশটি চীনের সাথে সহযোগিতার ক্ষেত্রগুলি অন্বেষণ করতে চায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার চেন জিয়াওডং।

দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন করতে, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে আরো গভীর করতে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের জন্য তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে বেইজিংয়ের প্রস্তুতির ওপর জোর দেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর