শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যথাযথ কাজে লাগে এমন প্রকল্প নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

যথাযথ কাজে লাগে এমন প্রকল্প নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

সংগৃহীত

দেশের সার্বিক উন্নয়নই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মানুষের যথাযথ কাজে লাগে এমন প্রকল্প নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো প্রকল্প নিতে গেলে দয়া করে শুধু প্রকল্প নেওয়ার জন্য নিবেন না, যথাযথ কাজে লাগবে কি-না সেটা দেখতে হবে।’ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদাহরণ টেনে তিনি বলেন, ‘যেমন আমি বলি, সুপেয় পানির জন্য পুকুর কাটা হচ্ছে, সেই পুকুরের পানি পরিশুদ্ধ করে সবাইকে সরবরাহ করা হবে। ঠিক দেখা গেল রাস্তার এপারে পুকুর আর অপারেই বজ্র ব্যবস্থার জন্য বড় আরেকটা খানা (পুকুর) তৈরি করা হচ্ছে...যেখানে বজ্র ফেলা হবে।’

সরকারপ্রধান যোগ করেন, ‘আমার প্রশ্ন হচ্ছে ওইরকম উন্মুক্ত জায়গায় যেখানে পুকুর তার পাশে যদি বজ্র ব্যবস্থাপনা করা হয়, তো কাক, চিল এগুলোতো ময়লা নিয়ে সেখানে পানিতে ফেলবে। তাহলে আপনি পানি পরিশুদ্ধ করবেন কীভাবে?’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এখন জমি নির্দিষ্ট করা বা প্রকল্প নেওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে।’

এসময় পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেওয়ারও তাগিদ দেন প্রধামন্ত্রী। বলেন, ‘পরিবেশ সংরক্ষণের দিকে দৃষ্টি দিতে হবে। ব্যাপক হারে গাছ লাগানো, বাগান করা... সবদিকে নজর দিতে হবে। আমাদের যত জলাভূমি খানাখন্দ আছে, খাল-বিল, নদী, পুকুর আছে; সেগুলোও যাতে যথাযথভাবে থাকে সেদিকেও দৃষ্টি দিতে হবে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং শোষণ থেকে রক্ষা করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার তিনি হাতে নেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা করা; সেই স্বপ্ন নিয়ে তিনি স্বাধীনতা পর আমাদেরকে একটি সংবিধান দেন। মাত্র ১০ মাসের মধ্যে সংবিধান প্রণয়ন করা হয়।’

‘২০০৯ সালে ক্ষমতায় আসার পর আবারও আমরা ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি করপোরেশনকে শক্তিশালী করি। জনপ্রতিনিধিদের নেতৃত্বে যেন এগুলো গড়ে ওঠে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের সার্বিক উন্নয়ন,’ বলেন প্রধানমন্ত্রী।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

সর্বশেষ: