শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠক ৩ মে

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠক ৩ মে

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আগামী ৩ মে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। ওই দিনই মিয়ানমারের রাজধানী নেইপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত দু'দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এসব কথা বলেন

২০১৭ এর আগস্টে দলে দলে রোহিঙ্গারা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করলে এই বছরের ২৩ নভেম্বর তাদের প্রত্যাবাসন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপর জানুয়ারি মাসে এই যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। এই গ্রুপের প্রথম বৈঠকটি নেপিদোতে অনুষ্ঠিত হয় এবং পরের দুটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: