শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জেলা প্রশাসকদের মাধ্যমে দরিদ্রদের সাড়ে১০ কোটি টাকা দেবে সরকার

জেলা প্রশাসকদের মাধ্যমে দরিদ্রদের সাড়ে১০ কোটি টাকা দেবে সরকার

করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাদ্দ করা এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তা দেবেন।

এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময়ও সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দেয় সরকার। প্রণোদনাও ঘোষণা করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: