রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে করোনার ওষুধ কিনতে চায় ভারত

বাংলাদেশ থেকে করোনার ওষুধ কিনতে চায় ভারত

বাংলাদেশ থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় কার্যকরী ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ কিনতে চায় ভারত।

ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন দেশটির কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। রোববার টুইটারে মুখ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

 

মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের টুইট। ছবি: ডেইলি বাংলাদেশ

মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জানান, করোনা রোগীদের বাঁচাতে রেমডেসিভির প্রয়োজন। ঝাড়খণ্ডে বর্তমানে রেমডেসিভির দারুণ সংকট। ভারতের কোনো কোম্পানির কাছে এ ওষুধ পাওয়া যাচ্ছে না। এজন্য বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির কাছ থেকে ১০ লাখ ডলার মূল্যের রেমডেসিভির কিনতে চেয়েছেন তিনি। 

প্রসঙ্গত, ভারতের অন্যান্য রাজ্যের মতো ঝাড়খণ্ডেও বেড়েছে মহামারি করোনার সংক্রমণ। এ রাজ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: