বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে তৎপর র‌্যাব: বেনজির

প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে তৎপর র‌্যাব: বেনজির

প্রশ্নপত্র প্রতারণারোধে র‍্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, পাবলিক পরীক্ষা এলেই হুমকি হয়ে দাঁড়ায় প্রশ্নফাঁস। বিশৃঙ্খলা ও প্রতারণার ফাঁদ পাতে দুষ্টুচক্র। প্রশ্নফাঁস রোধে এই চক্রের বিরুদ্ধে তৎপর র‌্যাব। বুধবার সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে ডিজি বলেন, কেউ প্রতারণায় পা দেবেন না। শুধু অভিভাবক নয়, সতর্ক থাকতে বলা হয় শিক্ষকদেরও। ছাত্রদের কাজ হল পড়াশোনা করা। তারা যেন প্রশ্নের পিছু দৌড়াদৌড়ি না করে। প্রশ্নফাঁস অপরাধ রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি থাকবে সাইবার ওয়ার্ল্ডে।

তিনি বলেন, প্রশ্নফাঁসে কেউ অপচেষ্টা করলে, তাকে গ্রেফতার করা হবে। এসময় অভিভাবক, ছাত্র-শিক্ষকদের প্রশ্ন ফাঁসের অপতৎপরতা থেকে বিরত থাকার জোর আহ্বান জানান র‍্যাবের ডিজি।

এসএসসি পরীক্ষার পুরো সময় গোয়েন্দা নজরদারি, সার্ভিলেন্স, সাইবার ওয়ার্ল্ডে তীক্ষ্ণ নজরদারি থাকবে বলেও জানান র‌্যাবের মহাপরিচালক।

আলোকিত সিরাজগঞ্জ