রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যমুনার ভাঙণ দেখতে নয়, কাজ নিয়ে এসেছি - পানি সম্পদ প্রতিমন্ত্রী

যমুনার ভাঙণ দেখতে নয়, কাজ নিয়ে এসেছি - পানি সম্পদ প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। 

শনিবার (৬ মার্চ) বিকেলের দিকে তিনি চৌহালী উপজেলাধীন এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ঘাট থেকে স্পিডবোড যোগে যমুনার পশ্চিমপাড়ের ভাঙন কবলিত আড়কান্দি, পাকুরতলা, ঘাটাবাড়ি, বাঐখোলা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মমিন মন্ডল উপস্থিত ছিলেন। 

পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা শুধু পরির্দশনে নয়, কাজ নিয়ে এসেছি। আশা করছি আগামী একনেক সভায় এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকা রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প প্রাধনমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্প এলাকায় কাজ শুরু হলে যমুনার পশ্চিম পাড়ে অবস্থিত বহু তাঁত কারখানা, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি গ্রাম ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। তখন নদীর পাড়ে আর্তনাদ নয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবে মানুষ।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকনুদ্দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেউদ্দীন চৌধুরী, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম শফিকুল হক, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক আবদুল্লাহ আল ফাইয়্যাজ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন ও শহিদুল আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এনায়েতপুরে থানা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এসময় থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী বিএসসি, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান  রাশেদুল ইসলাম সিরাজ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: