বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আগামী তিন দিনের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

আগামী তিন দিনের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

সারাদেশে চলতি মাস থেকেই শীতের আগমনি বার্তা পাওয়া যাচ্ছে। তবে এরই মধ্যে তাপমাত্রা কমার বিষয়ে নতুন বার্তা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ক্রমশ কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ