শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অটিজম বিষয়ে বাংলাদেশের দেখানো পথে হাঁটবে বিশ্ব

অটিজম বিষয়ে বাংলাদেশের দেখানো পথে হাঁটবে বিশ্ব

অটিজম বিষয়ে বাংলাদেশ যেসব কাজ করেছে সেই পথে পুরো বিশ্বই একদিন হাঁটবে বলে মন্তব্য করেছেন অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি বলেন, পৃথিবীর খুব কম দেশ আছে যারা অটিজম, মেন্টাল হেলথ বা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। সেই হিসেবে বাংলাদেশ গর্ব করতে পারে। তবে এখনই সন্তুষ্টি নয়। কারণ এই ক্ষেত্রে উন্নতির কোনো শেষ নেই। তবে এটা সত্য- বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই পথে একদিন হাঁটবে বিশ্বের অনেক দেশ। বাংলাদেশের দেখানো পথে হাঁটবে বিশ্ব।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সেন্টার ফোর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. জাফর ইকবাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: