বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

করোনা-আম্ফান সফলভাবে মোকাবিলায় একনেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

করোনা-আম্ফান সফলভাবে মোকাবিলায় একনেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

করোনাভাইরাস পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ফোর্বস ম্যাগাজিনের স্বীকৃতি এবং সফলভাবে আম্ফান মোকাবিলা করে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে বিবৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অভিনন্দন জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্তমান সরকারের ৩২তম একনেক সভায় এ অভিনন্দন জানানো হয়।

সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকারের ৩২তম সভা ছিল এটি। সভার শুরুতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি বিষয়ে অভিনন্দন জানিয়েছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, বিশ্বব্যাপী করোনার বিশাল দুর্ঘটনা চলছে। এ পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস কর্তৃপক্ষ ২০০ সরকারপ্রধানের মধ্যে সাতজনকে বাছাই করেছেন। তাদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন।

তিনি (প্রধানমন্ত্রী) করোনা হ্যান্ডলিংটা (সামলানো) খুব ভালো করেছেন। আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু এটি (ফোর্বসের) আন্তর্জাতিক স্বীকৃতি। তার সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে কোভিড-১৯ হ্যান্ডলিংটা খুবই উন্নতমানের হয়েছে।

তার হ্যান্ডলিংটা নিয়ে কেতাবি অর্থে ভিন্নমত থাকতে পারে। তবে প্রায়োগিক অর্থে প্রথম মানের ছিল। এটা সাহসী। যেহেতু তিনি ভূমিকন্যা, সুতরাং বাংলাদেশের ভূমি ও সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা আছে। এজন্য তিনি সাহসী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি মনে করি, ফোর্বস কর্তৃপক্ষ মনে করে, এটা ভালো হ্যান্ডলিং হয়েছে।’

দ্বিতীয় সম্মানের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ঘূর্ণিঝড় আম্ফানের যে ক্ষতির আশঙ্কা ছিল, জাতিসংঘের মহাসচিব (আন্তোনিও গুতিয়েরেস) বিবৃতি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও আগাম বিভিন্ন পদক্ষেপের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। এই দুই সফলতায় আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি।’

আলোকিত সিরাজগঞ্জ