বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ট্রেনের টিকিট কিনতে হবে অনলাইনে

ট্রেনের টিকিট কিনতে হবে অনলাইনে

করোনা পরিস্থিতিতে কাল চালু হওয়া ট্রেনগুলোর সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। কাউন্টার থেকে কোন টিকিট বিক্রি করা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (৩০ মে) পৌনে ১টায় রেলভবনে বিফ্রিংয়ে এ কথা বলেন রেলমন্ত্রী।

এ সময় মন্ত্রী জানান, চালু হওয়া ট্রেনগুলোর অর্ধেক টিকিট বিক্রি হবে বাকি অর্ধেক অবিক্রিত থাকবে। যাতে যাত্রীর পাশের সিট ফাঁকা থাকে। তবে এ জন্য টিকিটের দাম বাড়ানো হবে না।

এ ছাড়া ৩ জুন থেকে আরো কিছু ট্রেন চালানোর ঘোষণা দেন রেলমন্ত্রী।

মন্ত্রী জানান, পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে খুলনা থেকে চিত্রা এক্সপ্রেস রাজশাহী থেকে বনলতা সিলেট থেকে এবং চট্টগ্রাম থেকে সুবর্ণ সোনার বাংলা ট্রেন ঢাকার দিকে আসবে। এভাবেই কাল থেকে ট্রেন চলাচল শুরু হবে।

আলোকিত সিরাজগঞ্জ