বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দেশে করোনার কমিউনিটি ট্রান্সমিশন হয়নি: আইইডিসিআর

দেশে করোনার কমিউনিটি ট্রান্সমিশন হয়নি: আইইডিসিআর

করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন (সংক্রমণ) বাংলাদেশে হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

বুধবার করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে লাইভ ভিডিও কনফারেন্সে  তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইইডিসিআরের পরিচালক বলেন, লিমিটেড (সীমিত) লোকাল বা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে থাকতে পারে। কিন্তু সারাদেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে এটি বলা যাবে না। এইটা ঘোষণা দেয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমাদের তথ্য দেখাতে হবে। কিন্তু লোকাল ট্রান্সমিশন বাংলাদেশে হয়নি।

তিনি বলেন, ঢাকার বাইরেও করোনার পরীক্ষা করার ব্যবস্থা হচ্ছে। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ জনের। নতুন কেউ আক্রান্ত হননি। আমরা ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করেছি। অনেকের কাছে এ সংখ্যা কম মনে হচ্ছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুসারে পরীক্ষা করছি।

আলোকিত সিরাজগঞ্জ