বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সফরের সময় বিমানবন্দরে যাদের থাকতে হবে

প্রধানমন্ত্রীর সফরের সময় বিমানবন্দরে যাদের থাকতে হবে

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় এবং সরকারি সফরে বিদেশ যাত্রা ও সফর শেষে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনা অনুযায়ী, মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী/প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের উপনেতা ও প্রধান হুইপ, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সাধারণ সম্পাদক, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং সফর শেষে স্বদেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন। 

এছাড়া বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধান। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, মহা পুলিশ পরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রচার প্রধানের উপস্থিত থাকার বিষয়ে এ নির্দেশনায় বলা হয়। 

নতুন এ নির্দেশনা জারির ফলে ২০১৭ সালের ২৭ এপ্রিলে জারি করা নির্দেশনা বাতিল করা হলো বলেও এতে বলা হয়।

আলোকিত সিরাজগঞ্জ