শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সংবাদকর্মীদের বেতন বাড়ল ৮৫ শতাংশ

সংবাদকর্মীদের বেতন বাড়ল ৮৫ শতাংশ

সংবাদপত্র কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের (নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৯) গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা আগের তুলনায় ৮০ থেকে ৮৫ শতাংশ বেড়েছে। শনিবার গেজেটটি প্রকাশ করা হয়। নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনের দিন থেকে তা কার্যকর হবে।

অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতোই পাঁচটি শ্রেণিতে সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিন্যাস করেছে নবম সংবাদপত্র মজুরি বোর্ড। একই সঙ্গে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো শ্রেণিবিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক গ্ৰস আয় ও প্রচার সংখ্যার ভিত্তি অপরিবর্তিত রাখা হয়েছে। 

তবে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যা ছাড়াও দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল এবং দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: